
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাকুরি সন্ধানীদের জন্য প্রতি বছর নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে, যা প্রশংনীয়। আমরা সাধারনত চাকুরি-বিষয়ক তথ্য প্রদান করে থাকি। আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ পোস্ট নিচে দেওয়া হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
পদের সংখ্যাঃ ৬৫৮ টি
১। হিসাব রক্ষক -৭
২। কম্পিউটার অপারেটর-৮
৩। উচ্চমান সহকারী-৩
৪। হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারি কাম ক্যাশিয়ার-৮
৫। ডাটা এন্ট্রি অপারেটর -৩০৮
৬। অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাআক্ষরিক-২০
৭। অফিস সহায়ক-৩০৪
বিজ্ঞপ্তিঃ
আবেদনের সময় ও তারিখঃ
আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ২৬-১২-২০২৪, সকাল ১০.০০টা
আবেদনের শেষ তারিখ ও সময়ঃ ২০-০১-২৫, বিকাল ৫.০০টা
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
Apply here : Click here
আবেদনের ফি:
১। হিসাব রক্ষক – ৩০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ৩৩৫ টাকা)
২। কম্পিউটার অপারেটর – ২০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ২২৩ টাকা)
৩। উচ্চমান সহকারী – ২০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ২২৩ টাকা)
৪। হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারি কাম ক্যাশিয়ার – ২০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ২২৩ টাকা)
৫। ডাটা এন্ট্রি অপারেটর – ২০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ২২৩ টাকা)
৬। অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাআক্ষরিক – ২০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ২২৩ টাকা)
৭। অফিস সহায়ক – ২০০ টাকা (টেলিটক চার্জ সহ মোট ২১২ টাকা)
টেলিটক প্রিপেইড সিম দ্বারা SMS এর নিয়মঃ
টাকা আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন
FIRST SMS: EEDMOE<Space>User ID and Send to 16222
Example: EEDMOE ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK. 335 or 223 or 112 willl be charged as application fee. Your PIN is 12345678, to pay fee Type EEDMOE<space>Yes<space>PIN and Send to 16222
SECOND SMS: EEDMOE<Space>Yes<Space>PIN and Send to 16222
Example: EEDMOE YES 12345678
Reply: Congratualtions Applicant’s Name. Payment Completed Successfully for EEDMOE Application for xxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx).
প্রবেশপত্র, পরীক্ষার সময় ও তারিখ বিষয়ক নোটঃ
♦ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://eedmoe.teletalk.com.bd এবং www.eedmoe.com এই ওয়েবসাইটগুলোতে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS – এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
♦ SMS – এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উর্ত্তীণ হলে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
Visit: https://www.examserious.com
Like our Facebook Page and inbox (if you have any question to ask): EXAM SERIOUS
Email us: rashed.examserious@gmail.com
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মূল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।