QUESTION SOLUTION

DPDC Complain Supervisor Exam Question Solution 2025

DPDC Complain Supervisor Exam Question Solution 2025 is available now. Truly, DPDC (Dhaka Power Distribution Company) is so genial to publish job circulars for job seekers which are appreciable. Our website always provides job-related information. The objective of our endeavor is to present genuine updates to assist the unemployed. DPDC Complain Supervisor Exam Question Solution 2025 will be helpful for job seekers. We hope, DPDC Complain Supervisor Exam Question Solution 2025 wil be useful for many job seekers who are trying to get a  job in DPDC.

DPDC Complain Supervisor Exam Question Solution 2025 given below.

 

Exam Information

Post Name

DPDC Complain Supervisor

Vacancies

12

Exam Date 

23-05-25

Exam Type

MCQ+Written

Total Marks

100

Time

1 hour

Question Solution » DPDC Complain Supervisor Exam Question Solution 2025

 

১। রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পের মূল বিষয়বস্তু কী?

উত্তরঃ যৌতুক প্রথা 

২। জীবনমরণ কোন সমাস?

উত্তরঃ দ্বন্দ্ব সমাস

৩। সন্দেহ কোন প্রকারের বিশেষ্য?

উত্তরঃ ভাববাচক

৪। মসনদ শব্দের অর্থ কী?

উত্তরঃ সিংহাসন

৫। শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?

উত্তরঃ ধস, ভুল, স্বাক্ষর, শ্রদ্ধাঞ্জলি

৬। বিদেশী উপসর্গে গঠিত শব্দ কোনটি?

উত্তরঃ বেকার

৭। উত্তমর্ণ এর বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ অধমর্ণ

৮। দুস্থ এর সন্ধি বিচ্ছেদ-

উত্তরঃ দুঃ+থ

৯। Choose the correct sentence:

উত্তরঃ What does the book belong to?

১০। Find the misspelt word:

উত্তরঃ Perceive

১১। What is the synonym of Volatile?

উত্তরঃ Fluctuating

১২। Choose the correct preposition: Do you know the solution…the economic crisis?

উত্তরঃ to

১৩। Choose the pair that expresses a relationship similar to that one expressed by the capitalized pair: Heart:Human

উত্তরঃ Engine:Car

১৪। Grilled fish tastes…beside the sea.

উত্তরঃ better

১৫। Which of the following sentences has an interjection?

উত্তরঃ 

১৬। Identify the figure of speech in the following sentence: The thunder howled again the window.

উত্তরঃ Personification

১৭। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

উত্তরঃ ডাউকি

১৮। চা এর আদিবাস

উত্তরঃ চীন

১৯। আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

উত্তরঃ সাঙ্গু নদী ও নাফ নদী

২০। ২০২৪ এর গণঅভ্যুত্থানের প্রথম শহীদ

উত্তরঃ আবু সাঈদ

২১। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?

উত্তরঃ ৫ জুন

২২। কোন দেশ প্রথম 6G স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে?

উত্তরঃ চীন

২৩। বাংলাদেশে প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর প্রোডাক্ট(জিআই) কোনটি?

উত্তরঃ জামদানি

২৪। নিচের কোনটি তিন শুন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয়?

উত্তরঃ শূন্য অর্থনৈতিক মন্দা

২৫। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় ১৫ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ৫ ঘন্টায় ২৫ কিলোমিটার যায। স্রোতের বেগ ঘন্টায় কত?

উত্তরঃ

২৬। P+1/P=0 হলে √2(P+1/P) এর মান কত?

উত্তরঃ 2

২৭। 25x^2+36y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

উত্তরঃ 60xy

২৮। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ হলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

উত্তরঃ ৯ গুণ

২৯। POSTAGE শব্দটির সব কয়টি বর্ণকে কত প্রকারের সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে?

উত্তরঃ ১৪৪

৩০। প্রত্যক অঙ্ককে প্রত্যক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে ২,৩,৪,৬,৭ অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে?

উত্তরঃ ৭২০

৩১। 4^x+1=32 হলে x এর মান কত?

উত্তরঃ 3/2

৩২। ৩০০% হারে মুনাফায় ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা?

উত্তরঃ ১৫০০০ টাকা

৩৩। CRM এর পূর্ণ রূপ কী?

উত্তরঃ Customer Relationship Management 

৩৪। নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরি?

উত্তরঃ ROM

৩৫। চ্যাট জিপিটি এর সত্ত্বাধিকারী সংস্থা ‘অপেন আই’ এর প্রধান নির্বাহীর নাম কী?

উত্তরঃ স্যাম অল্টম্যান

৩৬। XML এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Extensible Mark up Language

৩৭। বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত?

উত্তরঃ ৫০ হার্জ

৩৮। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী?

উত্তরঃ তামা

৩৯। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কী?

উত্তরঃ অ্যামিটার

৪০। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?

উত্তরঃ ২য় শিল্প বিপ্লব

 

Contact Us 

Visit

https://www.examserious.com

LIke our Facebook Page and inbox (if you have any question to ask)

EXAM SERIOUS

Email Us

rashed.examserious@gmail.com

 

DPDC Complain Supervisor Exam Question Solution 2025

DPDC Complain Supervisor Exam Question Solution 2025 has been presented above. These questions will help you understand the question pattern commonly found in job exams. Always try to solve as many questions as possible. It will strengthen your preparation and improve your chances of success. The more you solve, the more you learn.

Generally, we update our website with various job circulars and exam results from Govt., NGO, Private and Banking sector. Besides, we give Question Solution and other information. Helping job seekers in finding better employment opportunities is our aim. We believe that valuable Information can facilitate job acquisition. The job listings on our website help both unemployed and currently employed individuals. You can find recruitment exam based support from our website. Please, keep eye on our website for daily updates. Like our Facebook page.

Md. Rashedul Islam

I'm an enthusiastic blogger and presently working as a Govt. service holder. I did my Graduation in English from Dhaka University. I have considerable experience about job market analysis and content writing, especially both in Govt. and Private job sectors.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!