
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাকুরি সন্ধানীদের জন্য প্রতি বছর নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে, যা প্রশংনীয়। আমরা সাধারনত চাকুরি-বিষয়ক তথ্য প্রদান করে থাকি। আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পোস্ট নিচে দেওয়া হয়েছে।
চাকরির বিবরণ
পদের নাম
১। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
২। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা
৩। গবেষণা কর্মকর্তা
পদ সংখ্যা
১। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-২৩
২। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-৬৫
৩। গবেষণা কর্মকর্তা-০২
বেতন স্কেল
১। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (৯ম গ্রেড) → ২২০০০-৫৩০৬০/-
২। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (১০ম গ্রেড)→ ১৬০০০-৩৮৬৪০/-
৩। গবেষণা কর্মকর্তা (১০ম গ্রেড) → ১৬০০০-৩৮৬৪০/-
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা-১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণির ০৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি।
২। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা-স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি।
৩। গবেষণা কর্মকর্তা-অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি।
বিজ্ঞপ্তি
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদন ও ফি
আবেদনের সময়
Online – এ আবেদন পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়
২৫.০৩.২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০.০০ ঘটিকা।
Online – এ আবেদন পূরণ ও ফি জমাদান শেষ তারিখ ও সময়
০৪.০৫.২৫ খ্রিস্টাব্দ, বিকাল ০৫.০০ ঘটিকা।
Apply here (from the official website of BRDB) – Click here
আবেদনের ফি
২০০ (Teletalk সার্ভিস চার্জ ২৩ টাকা সহ সর্বমোট ২২৩ টাকা) এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গদের জন্য ৫৬ টাকা (Teletalk সার্ভিস চার্জ ৬ টাকা সহ সর্বমোট ৫৬ টাকা)
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর জন্য টেলিটক প্রিপেইড সিম দ্বারা SMS করার নিয়ম
টাকা আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে জমা দেবেন
First SMS
BRDB<Space>User ID and Send to 16222
Example
BRDB ABCDEF & send to 16222
Reply
Applicant’ Name, TK – 223/56 willl be charged as application fee. Your PIN is 12345678, to pay fee Type BRDB<space>Yes<space>PIN and Send to 16222
Second SMS
BRDB<Space>Yes<Space>PIN and Send to 16222
Example
BRDB Yes 12345678
Reply
Congratualtions Applicant’s Name. Payment Completed Successfully for BRDB Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর জন্য এপ্লিকেন্ট কপি, প্রবেশপত্র, পরীক্ষার সময় ও তারিখ বিষয়ক নোট
♦ Online – এ আবেদনপত্র (Application From) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant’ Copy পাবেন। যদি Applicant’s Copy – তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না হলে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহনযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy – তে তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নিভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিন্ত হয়ে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
♦ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://brdb.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS – এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
♦ SMS – এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উর্ত্তীণ হলে মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
Courtesy
♦ All the credit goes to the authority
♦ Indeed, we are here, we work for collecting job related information from different sources. We are not responsible for any change or reform of information. It is only the rights of Authority.
Contact Us
Visit
Like our Facebook page and inbox (if you have any question to ask)
Email us
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত তথ্য উপরে প্রদান করা হয়েছে। এটি সত্যিই চাকরি প্রত্যাশীদের জন্য একটি দারুণ সুযোগ। আপনি যদি যোগ্য ও আগ্রহী হন, তাহলে নির্ধারিত সময়ের আগেই দ্রুত আবেদন করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না।
সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মূল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।