GENERAL KNOWLEDGE

জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। চাকুরির পরীক্ষার জন্য জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৩০টি প্রশ্ন এখানে নির্বাচন করা হয়েছে। জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো চাকুরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ পরীক্ষার পাশাপাশি রিটেন পরীক্ষাতেও এগুলো কাজে লাগে। জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলোর দ্বারা চাকুরির পরীক্ষার্থীরা উপকৃত হবেন, পরীক্ষার হলে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। বিশেষ করে যারা বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষা দেবেন তাঁদের জন্য জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ।  জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো অদম্য পরীক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে। জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৩০টি প্রশ্ন উত্তরসহ নিচে দেওয়া হলো।

আশা করি, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার আগে মনোযোগের সাথে অন্তত একবার জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো পড়ে গেলে তাঁদের পক্ষে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে।

প্রশ্ন ও উত্তর » জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

১। বাংলাদেশে প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক?

উত্তরঃ সিটি ব্যাংক পিএসসি

২। আম রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ‌ কোনটি?

উত্তরঃ মেক্সিকো

৩। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এর নতুন সভাপতির নাম কী?

উত্তরঃ আমিনুল ইসলাম বুলবুল

৪। কিং তৃতীয় চার্লস হারমনি এওয়ার্ড ২০২৫ কে পেয়েছেন?

উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস

৫। বাংলাদেশের ৫৪ তম নদী বন্দর কোনটি?

উত্তরঃ হাতিয়া (নোয়াখালি)

৬। বিশ্বের কত তম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে বাংলাদেশ যুক্ত হয়?

উওরঃ ৫৬

৭। জিডিপি এর সাময়িক হিসাব ২০২৪-২৫ অনুযায়ী কৃষিখাতে অবদানের হার কত?

উত্তরঃ ১০.৯৪%

৮। আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?

উত্তরঃ রংপুর

৯। ১৩ জুন ২০২৫ ইসরাইল ইরানে কী নামে সামরিক অভিযান শুরু করে?

উত্তরঃ Operation Raising Lion

১০। New Development Bank (NDB) এর বর্তমান সদস্য দেশ কত?

উত্তরঃ‌ ৯টি

১১। ২০২৫ সালের বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ আইসল্যান্ড

১২। ২০২৫ সালে ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের কত বছর পূর্তি হয়েছে?

উত্তরঃ ২৫ বছর (রজত জয়ন্তী)

১৩। জাপানের কোন বিশ্ববিদ্যালয় ড. মুহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে?

উত্তরঃ সোকা বিশ্ববিদ্যালয়

১৪। কোন দেশে বিশ্বে প্রথম AI Medical Clinic চালু করে?

উত্তরঃ সৌদি আরব

১৫। ইরানের সুপ্রিম লিডারের নাম কী?

উত্তরঃ আলী খামেনি 

১৬। হরমুজ প্রনালী কোন দুটি উপসাগরকে যুক্ত করেছে?

উত্তরঃ পারস্য উপসাগর-ওমান উপসাগর

১৭। বিশ্ব পরিবেশ দিবস কবে?

উত্তরঃ ৫ই জুন

১৮। বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি?

উত্তরঃ জার্মানি

১৯। জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?

উত্তরঃ ভারত (বাংলাদেশ‌ ৮ম)

২০। জাতীয় বাজেট ২০২৬-২৬ এর আকার কত?

উত্তরঃ ৭,৯০,০০০ কোটি টাকা

২১। জুলাই অভ্যুত্থানের এর প্রথম শহিদের নাম কী?

উত্তরঃ আবু সাঈদ

২২। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ কোনটি?

উত্তরঃ সুন্দরবন

২৩। জাতীয় বাজেট ২০২৫-২৬ এ বরাদ্দকৃত সর্বোচ্চ খাত কোনটি?

উত্তরঃ জনপ্রশাসন

২৪। গোল্ডেন ডোম কী?

উত্তরঃ যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

২৫‌। WhatsApp এর বিকল্প Xchat চালু করেন কে?

উত্তরঃ ইলন মাস্ক

২৬‌। প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেন কে?

উত্তরঃ নাজমুল হোসেন শান্ত

২৭। বিশ্বে প্রথম দেশ হিসেবে বিচারক নির্বাচন করে কোন দেশ?

উত্তরঃ মেক্সিকো

২৮। দেশের ৫৬ তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তরঃ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২৯। দেশের প্রথম মনোরেল কোথায় হবে?

উত্তরঃ চট্টগ্রাম

৩০। মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটির নাম কী?

উত্তরঃ আল উদেইদ বিমান ঘাঁটি (কাতার)

 

যোগাযোগ করুন

ভিজিট করুন

https://www.examserious.com

আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন

EXAM SERIOUS

ইমেইল করুন

rashed.examserious@gmail.com

 

জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

জুলাই ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর প্রশ্ন ও উত্তর উপরে প্রদান করা হয়েছে। চেষ্টা করা হয়েছে উত্তরগুলো যেনো নির্ভুল হয়। চাকুরির পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত সাধারণ জ্ঞান চর্চার বিকল্প নেই। যতো বেশি সাধারণ জ্ঞান পড়বেন, ততো তথ্য জানবেন।

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মূল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Md. Rashedul Islam

I'm an enthusiastic blogger and presently working as a Govt. service holder. I did my Graduation in English from Dhaka University. I have considerable experience about job market analysis and content writing, especially both in Govt. and Private job sectors.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *