GENERAL KNOWLEDGE

মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। চাকুরির পরীক্ষার জন্য মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৫০টি প্রশ্ন এখানে নির্বাচন করা হয়েছে। মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো চাকুরির পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ পরীক্ষার পাশাপাশি রিটেন পরীক্ষাতেও এগুলো কাজে লাগে। মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলোর দ্বারা চাকুরির পরীক্ষার্থীরা উপকৃত হবেন, পরীক্ষার হলে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। বিশেষ করে যারা বিসিএস ও ব্যাংক নিয়োগ পরীক্ষা দেবেন তাঁদের জন্য মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো অদম্য পরীক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে। মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৫০টি প্রশ্ন উত্তরসহ নিচে দেওয়া হলো।

আশা করি, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার আগে মনোযোগের সাথে অন্তত একবার মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর এই প্রশ্নগুলো পড়ে গেলে তাঁদের পক্ষে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে।

 

প্রশ্ন ও উত্তর » মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

১। স্টারলিংক কার কাছে থেকে নিবন্ধন নেয়?

উত্তরঃ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

২। বাংলা নববর্ষের শোভাযাত্রার নতুন নাম কী?

উত্তরঃ বর্ষবরণ আনদ শোভাযাত্রা

৩। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে?

উত্তরঃ ক্রিস্টি কভেন্ট্রি

৪। বাংলাদেশে সর্বশেষ নিবন্ধন রাজনৈতিক দলের নাম কী?

উত্তরঃ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

৫। BWDB অনুযায়ী বাংলাদেশে বর্তমানে নদ নদীর সংখ্যা কত?

উত্তরঃ ১৪১৫টি

৬। জার্মানির বর্তমান চ্যান্সেলর কে?

উত্তরঃ ফ্রেডরিশ মার্ৎস

৭। BIMSTEC এর বর্তমান চেয়ারম্যান কোন দেশ?

উত্তরঃ বাংলাদেশ

৮। Fobes এর ২০২৫ এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী কে?

উত্তরঃ ইলন মাস্ক

৯। বিশ্বে রপ্তানি শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ চীন

১০। ১৩তম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ ভারত

১১। দেশে ফ্রিল্যান্সার দের জন্য ফ্রিল্যান্সিং Freelance Account চালু করে কোন ব্যাংক?

উত্তরঃ স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক

১২। সম্প্রতি বিজ্ঞানীরা কোন নামে নতুন রং আবিষ্কার করেন?

উত্তরঃ ওলো

১৩। যুক্তরাষ্ট্র কোন ডিজিটাল মুদ্রা প্রথম রিজার্ভে অন্তর্ভুক্ত করে?

উত্তরঃ বিটকয়েন

১৪। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস কত তারিখে মারা যান?

উত্তরঃ ২১ এপ্রিল ২০২৫

১৫। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?

উত্তরঃ শনি

১৬। বিশ্ব ধরিত্রী দিবস কবে?

উত্তরঃ ২২ এপ্রিল

১৭। নোম্যাড পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কত?

উত্তরঃ ১৮১তম

১৮। দেশে নিবন্ধন GI পণ্য কয়টি?

উত্তরঃ ৫৫টি

১৯। বর্তমান পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কত?

উত্তরঃ ১১৮টি

২০। বাংলাদেশে ১লা মে সরকারি ছুটি ঘোষনা করা হয় কত সালে?

উত্তরঃ ১৯৭২ সালে

২১। সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপর কত পার্সেন্ট শুল্ক আরোপ করে?

উত্তরঃ ৩৭%

২২। প্রথম বাংলাদেশী হিসেবে অন্নপূর্ণা-১ এ আরোহন করে?

উত্তরঃ বাবর আলী 

২৩। বাংলাদেশী পাসপোর্টে ‘ ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহালের নির্দেশ কবে দেওয়া হয়?

উত্তরঃ ৭ এপ্রিল ২০২৫

২৪। ‘গোল্ডেন ডোম’ কোন দেশের নির্মিতব্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

২৫। ১৬ এপ্রিল ২০২৫ কোন দেশের সুপ্রিম কোর্ট নারী শব্দের আইনি সংজ্ঞা নির্ধারণ করে দেন?

উত্তরঃ যুক্তরাজ্য

২৬। বিশ্ব ট্রেন দিবস কত তারিখে?

উত্তরঃ ১৪ মে

২৭। গ্রামিন ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ২ অক্টোবর ১৯৮৩

২৮। এশিয়া প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পানি চুক্তিতে স্বাক্ষর করবে কোন দেশ?

উত্তরঃ বাংলাদেশ

২৯। প্রথম বাংলাদেশী হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৫০তম সেঞ্চুরি করেন কে?

উত্তরঃ এনামুল হক বিজয়

৩০। বিগ জর্জ খ্যাত কিংবদন্তি বক্সার কে?

উত্তরঃ জর্জ ফোরম্যান

৩১। নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট এর নাম কী?

উত্তরঃ নেতুম্বো নন্দি নাদাইতওয়া

৩২। ভারত বাংলাদেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে কবে?

উত্তরঃ ৮ এপ্রিল ২০২৫

৩৩। গোসলে পানি ব্যবহারের সীমা তুলে নির্বাহী আদেশ জারী করে কোন কে?

উত্তরঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

৩৪। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কী?

উত্তরঃ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার

৩৫। ২০২৫ সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি?

উত্তরঃ ফিনল্যান্ড

৩৬। সম্প্রতি দেশের কোথায় প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়?

উত্তরঃ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়

৩৭। বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোন দেশে অবস্থিত?

উত্তরঃ চীন

৩৮। বর্তমানে ব্যাটারি তৈরীর মূল উপাদান কী?

উত্তরঃ লিথিয়াম

৩৯। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কী?

উত্তরঃ 50501

৪০। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য বিদেশী প্রতিষ্ঠানগুলোর কোথায় থেকে নিবন্ধন নেওয়া বাধ্যতামূলক?

উত্তরঃ BIDA (বিডা)

৪১। বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা?

উত্তরঃ ইতালিও দৈনিক ইল ফোগলিও

৪২। কালাপানি কোন দুটি দেশের মধ্যে বিতর্কিত অঞ্চল?

উত্তরঃ ভারত ও নেপাল

৪৩। ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ?

উত্তরঃ জাপান

৪৪। ৩০তম COP সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ বেলেম, ব্রাজিল

৪৫। বাংলাদেশে পুলিশের বর্তমান লোগো থেকে কী বাদ দেয়া হয়েছে?

উত্তরঃ পাল তোলা নৌকা

৪৬। নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষরকারী বাংলাদেশ কত তম দেশ?

উত্তরঃ ৫৪

৪৭। বাংলাদেশের পণ্য তালিকায় বর্তমানে কতটি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রকে কোন শুল্ক দিতে হয় না?

উত্তরঃ ১৯০টি

৪৮। WTP এর পূর্ণ রূপ কী?

উত্তরঃ Wireless Power Transmission

৪৯। বিশ্বের ক্ষুদ্রতম প্রেস মেকার তৈরী করেছেন কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা?

উত্তরঃ নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়(যুক্তরাষ্ট্র)

৫০। এশিয়ার কোন দ্বীপ রাষ্ট্র আইন করে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে?

উত্তরঃ মালদ্বীপ

Contact Us 

Visit

https://www.examserious.com

Like our Facebook page and Inbox (if you have any question to ask)

EXAM SERIOUS

Email Us

rashed.examserious@gmail.com

 

মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

মে ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর প্রশ্ন ও উত্তর উপরে প্রদান করা হয়েছে। চেষ্টা করা হয়েছে উত্তরগুলো যেনো নির্ভুল হয়। চাকুরির পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত সাধারণ জ্ঞান চর্চার বিকল্প নেই। যতো বেশি সাধারণ জ্ঞান পড়বেন, ততো তথ্য জানবেন।

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মূল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Md. Rashedul Islam

I'm an enthusiastic blogger and presently working as a Govt. service holder. I did my Graduation in English from Dhaka University. I have considerable experience about job market analysis and content writing, especially both in Govt. and Private job sectors.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!