
মেডিকেল ভর্তি পরিক্ষা ২৫ সমাধান
মেডিকেল ভর্তি পরিক্ষা ২৫ সমাধান প্রকাশ করা হলো। ২০২৪-২৫ সেশনের মেডিকেল ভর্তি পরিক্ষা ১৭-০১-২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয়। মেডিকেল ভর্তি পরিক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়। এটি বাংংলাদেশের একটি তুমুল প্রতিযোগিতাপূর্ণ পরিক্ষা। মেডিকেল ভর্তি পরিক্ষা ২৫ সমাধান নিচে দেওয়া হয়েছে। আশা করি, মেডিকেল ভর্তি পরিক্ষা ২৫ সমাধান অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের ও আগামীতে যারা পরিক্ষা দেবে তাদের কাজে লাগবে।
মেডিকেল ভর্তি পরিক্ষা ২৫ সমাধান
প্রশ্ন ও সমাধানঃ
১। বাংলাদেশে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? 0.05ppm
২। বাংলাদেশে ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? তাঁরা মসজিদ
৩। Which of the following sentences is correct? Can you run as fast as he can
৪। নিচের কোনটি তাপহারী (endothermic) বিক্রিয়া? N2+O2—>2NO
৫। If you succeed,I shall be happy. The correct simple form of the sentence? Your success will make me happy.
৬। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান রাষ্ট্র কোনটি? সেনেগাল
৭। Which of the following is the active form of the statement: ‘’My book has been lost by me”. – I have lost my book.
৮। উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এক্স-রে
৯। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? রেডিও আইসোটোপ
১০। দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে ৮ ও ৬ একক।এরা পরস্পর ৩০° কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুনফল কত? ২৪
১১। কোন বিভাজনের সময় কোষপ্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গানু? গলগি বডি
১২। নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? CO2
১৩। Which of the following is the passive form of the statement: You have to admit this. – This has to be admitted by you.
১৪। রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী? কাঙ্খিত DNA কে নির্দিষ্ট স্থানে ছেদন করা
১৫। অ্যাসেপটিক সার্জারির জনক কে? জোসেফ নিস্টার
১৬। নিচের কোন ধরনের উদ্ভিদকে ইপিমেরালস (Ephemerals)বলা হয়? খরা এড়ানো
১৭। নিচের কোনটিতে হাইড্রার বহুকোষীয় পরিপাক সংঘঠিত হয়? সিলেন্টেরন
১৮। মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস
১৯। কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? বিন্দু চার্জ
২০। 35° পানিতে O2 এর দ্রাব্যতা 2.3×10-4M হলে ppm এককে তা কত? 7.36
২১। ফোকাস দুরত্ব 1000cm হলে উত্তল লেন্সের ক্ষমতা কত? +0.1D
২২। The word ‘ anybody ‘ is an example of : Indefinite Pronoun
২৩। নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ? কার্পাস তুলা
২৪। ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপাদন করা হয়? ফেনল
২৫। নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? ভাইরিয়ন
২৬। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? আমিন
২৭। ডেলটয়েড টিউবারসিটি কোন অস্থির অংশ? হিউমেরাস(Humerus)
২৮। অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণিভুক্ত? সাসপেনশন
২৯। স্থিতাবস্থা থেকে কোন বস্তু কণা সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করল। তৃতীয় ও চতুর্থ সেকেন্ডে তার অতিক্রান্ত দুরত্বের অনুপাত হবে? 7:5
৩০। শূণ্য ডিগ্রি সেল্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ৪.৫ মিমি পারদ হলে ৪০° সেল্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ কত? ৩৫ মি. মি. পারদ
৩১। কোন শব্দ তীব্রতায় কানে বেশি যন্ত্রণা করেন? ১২০ ডেসিবেল
৩২। গাজায় সাম্প্রতিক কালের সংঘর্ষ কবে শুরু হয়? অক্টোবর ২০২৩
৩৩। বজ্র রিসাইক্লিং থেকে প্রধান কি সুফল পাওয়া যায়? দূষণ হ্রাস পায়।
৩৪। নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থ প্যারা নির্দেশক? – CH3
৩৫। ফুসফুসের আবরণকে কি বলে? প্লিউরা
৩৬। ক্রেবস চক্র কোষের কোথায় সংঘঠিত হয়? মাইটোকন্ড্রিয়া
৩৭। নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে পরিচিত? এন্টেরিক স্নায়ুতন্ত্র
৩৮। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান … ( Living tool) হলো – প্লাজমিড
৩৯। কানের কোন অংশ ভারসাম্য রক্ষায় কাজ করে? ভেস্টিবুলার যন্ত্র
৪০। এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? মিথেন গ্যাস
৪১।The chairperson – complete the sentence: made a good speech
৪২। নিচের কোন হরমোনটি মানুষের ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়? প্রজেস্টেরন
৪৩। এক আলোকবর্ষ সমান – ৯.৪*১০^১২
৪৪। কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরীর হয়? অরনিথিন চক্র
৪৫। He got the prize hard work – complete the sentence: by dint of
৪৬। কোন এন্টিবডি প্রধানত এলার্জির সাথে সংশ্লিষ্ট? Ig E
৪৭। ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের সাথে সংশ্লিষ্ট: কোষ আবরণী
৪৮। স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু ৫ সেকেন্ডে ১৮৭.৫ মিটার পথ অতিক্রম করলে বস্তুটির ত্বরণ কত? ৭.৫ মিটার/সেকেন্ড^2
৪৯। টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য কি? প্রচুর পরিমানে নতুন চারা উৎপাদন
৫০। একটি বস্তু ৪.৯ মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূণ্যে থাকবে? ১ সেকেন্ড
৫১। পৃথিবীতে প্রাণিকূলের অস্তিত্বের মূলে কোন রাসায়নিক প্রক্রিয়া অত্যাবশ্যক? মাটিতে প্রাকৃতিক N- ফিক্সেশন
৫২। Complete the sentence: You may accept the gift ___ you may refuse it. Or
৫৩। নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? ইলেক্ট্রন হারানো
৫৪। নিচের কোনটি সামঞ্জস্যতা (Oxidation-reduction) প্রকাশ করে? H2S+SO2—>2H2O+3S
৫৫। নিচের কোনটি purine base? Adenine
৫৬। মানব দেহে সপ্তম করোটিক স্নায়ুর নাম কি? ফেসিয়াল স্নায়ু
৫৭। একটি দ্রবণের OH – আয়নের ঘনমাত্রা 3.5×10^-4 M হলে তার pH কত? 10.54
৫৮। নিচের কোনটি অসংরক্ষণশীল বল? সান্দ্র বল
৫৯ The sentence – He seems to have acted rightly is- Perfect Infinitive
৬০। এনজিওপ্লাস্টি করলে কী হয়? সরু ধমনী প্রশস্ত হয়
৬১। 10% Na2co3 এর মোরালাটি কত? 0.95
৬২। কোন বায়ু দূষণ এসিড বৃষ্টি ঘটায়? CO2
৬৩। সংগৃহীত দুধের pH নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? NaHCO3
৬৪। তাপের যান্ত্রিক সক্ষমতার একক – জুল/ ক্যালরি
৬৫। নিজের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? Na2CO3
৬৬। কোন কোষ হেপারিন তৈরী ও নিঃসরণ করে? বেসোফিল
৬৭।একটি গোলকের ব্যাসার্ধ ৫+/-(১০^-৩) সেমি হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? ২%
৬৮। ডাক্টাস ক্যুইভেরি রুই মাছের কোন তন্ত্রের অংশ? শিরাতন্ত্র
৬৯। মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? একক ভেক্টর
৭০। পেসমেকারের কাজ কি? হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রন করে
৭১। The term ‘ Bravo’ is – an Interjection
৭২। নিচের কোনটি উভধর্মী যৌগ? H2O
৭৩। দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত ৫:৬ হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? ৬:৫
৭৪। I have a cow which is red বাক্যের প্রধান উপবাক্য কোনটি? I have a cow
৭৫। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন হবে? স্বাভাবিকের সমান
৭৬। The adverb of the noun ‘ rotation’ is – rationality
৭৭। শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু গ্যাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে? সোনালী হলুদ
৭৮। Complete the sentence – Bengalis are — intelligent. The
৭৯। He — when the teacher entered the room. was studying
৮০। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? ১৯৪৬
৮১। মানবদেহের কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাগ্রস্ত হয়? Cr
৮২। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষণের প্রতীক? T
৮৩। জেনেটিকভাবে নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলে? আপোফাইসিস
৮৪। সড়ক পথে সংক্ষিপ্ত দুরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে? সিরাজগঞ্জ
৮৫। নিচের কোন এনজাইমটি জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়? ইউরিয়েজ
৮৬। ডেলের মূল উপাদান কী? ক্লোরো জাইলিনল
৮৭। নিচের কোনটি নাইট্রোজেনবিহীন পদার্থ? ল্যাকটিক এসিড
৮৮। ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? জাকারিয়া পিন্টু
৮৯। শর্করা জাতীয় খাদ্য থেকে লিভারে সঞ্চিত উপাদানের নাম কোনটি? গ্লাইকোজেন
৯০। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল সূচনা করেন কে? ডাঃ জাফরুল্লাহ চৌধুরী
৯১। সরল দোলকের সাম্যাবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? বেগ
৯২। সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য কোনটি? মিশ্রণের স্থিতি
৯৩। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার রাজধানী নবদ্বীপ জয় করেন? লক্ষণ সেন
৯৪। পুনবয়স্ক সুস্থ মানুষের দুই … প্রতি মিনিটে রক্ত সঞ্চালনের পরিমান? ১২০০ মি.লি.
৯৫। The word ‘artisan’ means – a crafts person
৯৬। কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমালসিপেশন হয়? বাইল সল্ট
৯৭। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য – বিদ্যুৎ প্রবাহ বাড়ানো
৯৮। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবু সাঈদ কবে শহীদ হয়? ১৬ জুলাই ২০২৪
৯৯। ভূ চুম্বক ত্বকের মৌলিক উপাদান কয়টি? ৩
১০০। রিকম্বিনেট DNA এর মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলে? ট্রান্সজেনিক
আরও দেখুনঃ ঢাবি চ ইউনিট ভর্তি পরিক্ষার প্রশ্ন সমাধান ২০২৫
Visit: https://www.examserious.com
Like our facebook page: Exam Serious
সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।