GENERAL KNOWLEDGE

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান। এই তথ্যগুলো চাকুরীর পরীক্ষার্থীদের কাজে লাগবে। আমরা সাধারনত চাকুরি-বিষয়ক তথ্য প্রদান করে থাকি। আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা।মার্চ ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৫০টি এখানে দেওয়া হয়েছে। মার্চ ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পোস্টটি চাকুরীর পরীক্ষার্থীদের জন্য খুব গুরত্বপূর্ণ। আশা করি, মার্চ ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান পোস্টটির দ্বারা চাকুরীর পরীক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশ উপকার হবে।

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

মার্চ ২০২৫ এর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১। জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি কে?

উত্তরঃ প্রধান উপদেষ্টা

২। ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ‌ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

৩। সিরিয়ায় বর্তমান প্রেসিডেন্ট কে?

উত্তরঃ আহমেদ আল-শারা

৪। DeepSeek এর প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ লিয়ান ওয়েংফেং

৫। USAID কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা?

উত্তরঃ যুক্তরাষ্ট্র

৬। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?

উত্তরঃ ইংরেজি

৭। মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান কত?

উত্তরঃ পঞ্চম

৮। ২০২৫ সালে একুশে পদক লাভ করেন কত জন ব্যক্তি?

উত্তরঃ ১৮

৯। অপারেশন ডেভিল হান্ট কত তারিখে শুরু হয়?

উত্তরঃ ৮ ফেব্রুয়ারি ২০২৫

১০। দেশে বর্তমানে পল্লী উন্নয়ন একাডেমী কয়টি?

উত্তরঃ ৫টি

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১১। ফ্রান্সের প্যারিসে Artificial Intelligence( AI) Action Summit শুরু হয় কবে?

উত্তরঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫

১২। ইমামতি আনুষ্ঠানিকভাবে পেশা হিসেবে স্বীকৃতি দেয় কোন সরকার?

উত্তরঃ ফ্রান্স সরকার

১৩। পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন বাতিলের পরিপত্র জারি হয় কবে?

উত্তরঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫

১৪। সুন্দরবন দিবস কবে?

উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি

১৫। প্রতুল মুখোপাধ্যায় বাংলাদেশের কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ বরিশাল

১৬। ম্রো ভাষায় প্রথম চলচ্চিত্র কোনটি?

উত্তরঃ ক্লোবং ম্লা

১৭। দুর্নীতি ধারনা সূচক ২০২৪ অনুযায়ী কম দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি? 

উত্তরঃ ডেনমার্ক

১৮। একুশে বইমেলা ২০২৫ এর প্রতিপাদ্য কী?

উত্তরঃ জুলাই অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ।

১৯।‌ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ কবে প্রকাশ করে? 

উত্তরঃ ৩০ জানুয়ারি ২০২৫

২০। শয়তানের নিংশ্বাস এর রাসায়নিক নাম কী?

উওরঃ স্কোপোলামিন

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

২১। জনসংখ্যা কত হলে কোন শহরকে মেগা সিটি বলা হয়? 

উত্তরঃ ১ কোটি বা তার বেশি

২২। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম কী?

উত্তরঃ জাতীয় স্টেডিয়াম, ঢাকা

২৩। জন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?

উত্তরঃ আবদুল মুয়ীদ চৌধুরী

২৪। বিশ্বের দীর্ঘতম পণ্যবাহী জাহাজের নাম কী?

উত্তরঃ নিওলাইনার অরিজিন

২৫। ৩০ জানুয়ারি ২০২৫ কোন দেশের পার্লামেন্টে আইনিভাবে মাউন্ট তারানাকি বা তারানাকি মাউঙ্গা একজন মানুষ হিসেবে স্বীকৃতি পায়?

 উত্তরঃ নিউজিল্যান্ডের পার্লামেন্টে

২৬। বাল্টিক অঞ্চলের তিনটি দেশ রাশিয়া থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নেয়? 

উত্তরঃ ৮ ফেব্রুয়ারি ২০২৫

২৭। সৌদি আরব বিশ্বের বিশ্বের কতটি দেশে তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করে?

উত্তরঃ ১৪ টি দেশে

২৮। বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কী?

উত্তরঃ এল কাপিতান

২৯। YR4 কী? 

উত্তরঃ একটি গ্রহাণু

৩০। DeepSeek কী? 

উত্তরঃ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা কোম্পানি

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

৩১। Department of government efficiency (DOGE) সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ওয়াশিংটন

৩২। যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রার একক কী?

উত্তরঃ পেনি

৩৩। বাংলাদেশে মানচিত্র খচিত পতাকা প্রথম উত্তোলন করা হয় কত তারিখে? 

উত্তরঃ ২ মার্চ ১৯৭১

৩৪। সর্বকনিষ্ঠ বীরশ্রেষ্ঠের নাম কী?

উত্তরঃ মোহাম্মদ হামিদুর রহমান

৩৫। বাংলাদেশে প্রিমিয়ার লিগ (BPL) ২০২৫ এর চ্যাম্পিয়ন দল কোনটি? 

উত্তরঃ ফরচুন বরিশাল ( টানা দ্বিতীয়বার)

৩৬। জুলাই গনহত্যা নিয়ে প্রতিবেদন তৈরির সময় জাতিসংঘ কয়টি শহরে অনুসন্ধান চালায়? 

উত্তরঃ ৮টি

৩৭। বাংলাদেশে পেটেন্ট আইন ২০২৩ কার্যকর হয় কত তারিখে? 

উত্তরঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

৩৮। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪  এ অনুবাদে পুরষ্কার লাভ করেন কে? 

উত্তরঃ জি এইচ হাবীব

৩৯।‌ ইতিহাসে সব বেশি গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করেন কোন মার্কিন পপ তারকা? 

উত্তরঃ বিয়ন্সে গিজেল নোলস

৪০। বৈশ্বিক ভাষাচিত্র ২৮ তম সংস্করণ অনুযায়ী বিশ্বের মোট ভাষার সংখ্যা কত? 

উত্তরঃ ৭১৫৯টি

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

৪১। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারাগারের নতুন লোগো পরিবর্তন করে কত তারিখে? 

উত্তরঃ ২ ফেব্রুয়ারি ২০২৫

৪২। BPC এর পূর্ণ রূপ কী? 

উত্তরঃ Bangladesh Petroleum Corporation

৪৩। বিশ্বের প্রথম শারীরিক প্রতিবন্ধী মহাকাশচারী নাম কী? 

উত্তরঃ জন ম্যাকফল

৪৪। গ্রোক-৩ কী?

উত্তরঃ একটি চ্যাটবট

৪৫। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হারে সর্বনিম্ন জেলা কোনটি? 

উত্তরঃ নোয়াখালী

৪৬। মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডার মিসাইল স্থাপনা উন্মোচন করে? 

উত্তরঃ ইরান

৪৭। কবে নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনকে আদালত খালাস দেয়? 

উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৫

৪৮। হজ করার সময় শিশুর নূন্যতম বয়স কত হতে হয়? 

উত্তরঃ ১২

৪৯। জাতীয় পতাকার দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত কত? 

উত্তরঃ ১০ঃ৬

৫০। অনুর্ধ্ব-১৯ নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কোনটি? 

উত্তরঃ ভারত (দ্বিতীয় বার)

 

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Visit: https://www.examserious.com

Like our facebook page and inbox (if you have any question to ask): EXAM SERIOUS

Email us: rashed.examserious@gmail.com

 

মার্চ ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Md. Rashedul Islam

I'm an enthusiastic writer presently working as a government employee (BCS). Had my Graduate and Post Graduate Degrees from Dhaka University and gathered considerable experience in job market analyses and content writing especially both in Govt. and Private job sectors.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!