
ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা রচনাটি ব্যাংক ফোকাস রাইটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিগত সালে ব্যাংকসহ নানা চাকুরির পরিক্ষায় ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রশ্ন এসেছে।ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা রচনাটি আশা করি ব্যাংকে চাকুরির পরিক্ষার্থীদের কাজে আসবে। ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা রচনাটি ব্যাংক ব্যাতিত অনান্য চাকুরির পরিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা রচনাটি নিচে দেওয়া হলো।
ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তা
ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার ইস্যুটি ইদানিং খুব জোড়েসোড়ে আলোচিত হচ্ছে। কিছুদিন আগে হ্যাকারদের ডিজিটাল প্রতারণার ফাঁদে পড়েছে ব্যাংকিং খাত।এতে ব্যাংকিং খাতে ডিজিটাল ঝুঁকি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৮০৮ কোটি টাকা বেহাত হয়ে যাওয়ার ঘটনাটিও দীর্ঘমেয়াদে উদ্বেগের জন্ম দিয়েছে সবার মনে। এছাড়া রাজধানীতে গড়ে উঠেছে কার্ড জালিয়াতির একাধিক চক্র।
বর্তমানে বাংলাদেশের প্রায় ২০ লাখ ক্রেডিট কার্ড বাজারে রয়েছে।আর ডেবিট কার্ড রয়েছে ৮০ লাখেরও বেশি।দেশের ৫৭ টি ব্যাংকের মধ্যে ৩৯টি ব্যাংকই কার্ড সেবা দিচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে আইসিটির ব্যবহার শুরু হয়েছিলো ১৯৯০ সালের পর থেকে।২০০০ সালের পরবর্তী সময়ে আইসিটির ব্যবহার বাড়তে শুরু করে।সেই অবস্থা থেকে আইসিটি এখন ব্যাংক খাতের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী নিরাপত্তা বিশেষজ্ঞদের অভিমত,বিশ্বব্যাপী যেভাবে সাইবার হামলা হচ্ছে তাতে যে কোন না সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। বিশেষ করে বিমান বন্দর, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়িক শিল্প প্রতিষ্ঠান, কম্পিউটার নিয়ন্ত্রিত সব প্রতিষ্ঠানই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে ৮৮ শতাংশ ব্যাংকের কার্যক্রম অনলাইন নির্ভর হওয়া সত্ত্বেও আইটিতে কিছু কিছু ব্যাংক প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।বিদেশী সফটওয়্যার ব্যবহার না করে ব্যবহার করা উচিত দেশী সফটওয়্যার।ব্যাংকিং খাতে দক্ষ আইটি কর্মীর যে অভাব রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে। ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় এখন প্রযুক্তিগত ঝুঁকিই বড়। সাইবার নিরাপত্তা ঝুঁকি বাড়ার কয়েকটি কারন বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন। যেমনঃ
১। ব্যাংকার ও গ্রাহকদের নতুন প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতা
২। বিদেশী তথ্যপ্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানের উপর অতি নির্ভরশীলতা
৩। বিদেশী তথ্যপ্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার ব্যবহার করা
৪। ব্যাংকারদের যথাযথ প্রশিক্ষণের ঘাটতি
৫। আইটি বিশেষজ্ঞ কর্মীর অভাব
৬। বাজেট সল্পতা ও সাইবার নিরাপত্তার পেছনে অত্যাধিক খরচ
…
ফোকাস রাইটিং এর লেখাগুলো মাঝে মাঝে আপডেট এর প্রয়োজন পড়ে, বিশেষ করে ডেটাগুলো। আপডেট এর প্রয়োজন হলে নিজে নিজে করে নিবেন।
Visit: https://www.examserious.com
Like our facebook page: Exam Serious
সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।