RESULT

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪ প্রকাশিত হয়েছে। বেপজা চাকুরি সন্ধানীদের জন্য প্রতি বছর নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে, যা প্রশংনীয়। আমরা সাধারনত চাকুরি-বিষয়ক তথ্য প্রদান করে থাকি।  আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা। বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪ এর পোস্ট নিচে দেওয়া হয়েছে।

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪

 

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪ - পৃষ্ঠা ১

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪ - পৃষ্ঠা ২

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪ - পৃষ্ঠা ৩

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪

Result Link: Click here

 

পদের নাম এবং ভাইভার সময়ঃ 

১। অভ্যর্থনাকারী কাম টেলিফোন অপারেটরঃ ০৮/০১/২০২৫(বুধবার) – সকাল ৯.৩০ টা (মৌখিক পরীক্ষা)

২। ফটোগ্রাফারঃ ০৮/০১/২০২৫ (বুধবার) – বিকাল ০৩.০০ টা (মৌখিক পরীক্ষা)

৩। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরঃ ০৯/০১/২০২৫ (বৃহস্পতিবার) – সকাল ৯.৩০ টা (ব্যবহারিক পরীক্ষা)এবং বিকাল ২.০০ টা (মৌখিক পরীক্ষা)

৪। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরঃ ১২/০১/২০২৫ (রবিবার) – ৯.৩০ টা (ব্যবহারিক পরীক্ষা) এবং বিকাল ২.০০ টা (মৌখিক পরীক্ষা)

৫।  সার্ভেয়ারঃ ১৩/০১/২০২৫ (সোমবার) – সকাল ৯.৩০ টা (মৌখিক পরীক্ষা)

৬। ডিসপাস রাইডারঃ ১৪/০১/২০২৫ (মঙ্গলবার) – সকাল ৯.৩০ টা (ব্যবহারিক পরীক্ষা) এবং বিকাল ২.০০ টা (মৌখিক পরীক্ষা)

৭। প্লাম্বার সহকারী – ১৫/০১//২০২৫ (বুধবার) – সকাল ৯.৩০ টা (ব্যবহারিক পরীক্ষা) ও (মৌখিক পরীক্ষা)

৮। মালী – ১৬/০১/২০২৫ (বৃহস্পতিবার) – সকাল ৯.৩০ টা (ব্যবহারিক পরীক্ষা) এবং বিকাল ২.০০ টা (মৌখিক পরীক্ষা)

৯। কুক হেলপার – ১৬/০১/২০২৫ (বৃহস্পতিবার) – সকাল ৯.৩০ টা (ব্যবহারিক পরীক্ষা)এবং বিকাল ৩.০০ টা (মৌখিক পরীক্ষা)

 

মৌখিক পরীক্ষার অংশগ্রহণ জন্য মনোনীত প্রার্থীদেরকে নির্দিষ্ট তারিখে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই প্রয়োজনীয় সকল সনদ মূলকপি ও একসেট সত্যায়িত ফটোকপি ও একসেট সেট সত্যায়িত ফটোকপিসহ বেপজা নির্বাহী দপ্তরে উপস্থিত হতে হবে।

 

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে নিম্নবর্ণিত কাগজপত্রসমূহ বোর্ড দাখিল করতে হবেঃ 

১। লিখিত পরীক্ষা মূল প্রবেশপত্র (রঙ্গিন প্রিন্ট)

২। অনলাইন Applicant’s Copy (রঙ্গিন প্রিন্ট)

৩। সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূলকপি

৪। কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটার সপক্ষে প্রমাণপত্রের মূলকপি

৫। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূলকপি

৬। স্থায়ী ঠিকানার সপক্ষে নিজ এলাকার ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি

৭। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি

৮। সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত অভিজ্ঞতা সনদের মূল কপি

৯। ডিসপাস রাইডার পদের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের BRTA কর্তৃক  ইস্যকৃত লাইসেন্স

 

এছাড়াও, বর্ণিত সকল কাগজপত্রাদির ০১ (এক) সেট সত্যায়িত  ফটোকপি  মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।

 

♦ মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না।

♦ প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময়ে বেপজা নির্বাহী দপ্তরে দপ্তরে উপস্থিত হবেন। নির্ধারিত স্থান  ও সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে কোনক্রমেই পরবর্তীতে ব্যবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।

♦ ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

 

Indeed, we are here, we work for collecting job related information from different sources. We are not responsible for any change or reform of information. It is only the rights of Authority.

Courtesy: All the credit goes to the authority

 

Visit: https://www.examserious.com

Like our facebook page and inbox (if you want to ask any question): EXAM SERIOUS

Email us: rashed.examserious@gmail.com

 

বেপজার রাজস্বখাতে ৮টি পদে লিখিত পরিক্ষার ফলাফল ২০২৪

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Md. Rashedul Islam

I'm an enthusiastic writer presently working as a government employee (BCS). Had my Graduate and Post Graduate Degrees from Dhaka University and gathered considerable experience in job market analyses and content writing especially both in Govt. and Private job sectors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!