GENERAL KNOWLEDGE

ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান। এই তথ্যগুলো চাকুরীর পরীক্ষার্থীদের কাজে লাগবে। আমরা সাধারনত চাকুরি-বিষয়ক তথ্য প্রদান করে থাকি। আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা। ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৫০টি এখানে দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান পোস্টটি চাকুরীর পরীক্ষার্থীদের জন্য খুব গুরত্বপূর্ণ। আশা করি, ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান পোস্টটির দ্বারা চাকুরীর পরীক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশ উপকার হবে।

ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১। জেনারেশন বিটা যুগ কবে শুরু হয়?

উত্তরঃ ১ লা জানুয়ারি ২০২৫

২। ২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প কত তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?

উত্তরঃ ৪৭ তম

৩। ২০২৫ সালের বর্ষ পণ্য কোনটি?

উত্তরঃ আসবাবপত্র

৪। কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয়?

উত্তরঃ ৪ মে ১৯৭২

৫। নবনির্মিত ‘জুলাই শহীদ স্মৃতি ভবন’ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

৬। দেশের প্রথম AI নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তরঃ গ্রিন ইউনিভার্সিটি

৭। ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কী?

উত্তরঃ Zagros

৮। ব্রিকসের বর্তমান সদস্য দেশ কতটি?

উত্তরঃ ১০টি

৯। নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ কোনটি?

উত্তরঃ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত

১০। WHO এর তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের কোন দেশে হেপাটাইটিস বি এর রোগীর সংখ্যা সবচেয়ে বেশি?

উত্তরঃ পাকিস্তান

১১। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে স্বর্ণ খনির সন্ধান পাওয়া গিয়েছে?

উত্তরঃ পাকিস্তান

১২। হেনলি এন্ড পার্টনার্স সূচকে ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

উত্তরঃ সিঙ্গাপুর

১৩। বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব – ১৯ নারী বিশ্বকাপে কে আম্পায়ারিং করবেন?

উত্তরঃ সাথিরা জাকির জেসি

১৪। নাসার প্রথম নারী প্রশাসক কে?

উত্তরঃ জ্যানেট পেট্রো

১৫। সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে?

উত্তরঃ আলী রীয়াজ

১৬। ERC এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Electrical Reform Commission

১৭। বিটিভি নিউজ কত তারিখে তার কার্যক্রম শুরু করে?

উত্তরঃ ৩১ ডিসেম্বর ২০২৪

১৮। দেশের প্রথম কৃত্রিম বনের নাম কী?

উত্তরঃ মিয়াওয়াকি ফরেস্ট

১৮। ২৫ জানুয়ারি ২০২৫ বাংলাদেশের অলাভজনক প্রতিষ্ঠান SMC কত তম বার্ষিকী পালিত হয়?

উত্তরঃ ৫০ তম

১৯। কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো Applied democracy lab প্রতিষ্ঠা করা হয়?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

২০। ২০২৫ সালে বাংলাদেশের কোন বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল পদক লাভ করেন?

উত্তরঃ এহসান হক

২১। ৩১ ডিসেম্বর ২০২৫ এ দক্ষিণ আফ্রিকার কোন দেশের আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করে?

উত্তরঃ জিম্বাবুয়ে

২২। ব্রিকসের নতুন সদস্যের নাম কী?

উত্তরঃ ইন্দোনেশিয়া

২৩। EU এর ২৭টি সদস্যের মধ্যে বর্তমান কতটি দেশ শেনজেনভুক্ত?

উত্তরঃ ২৫টি

২৫। ইন্টারপোলের আদলে ভারত কী নামে একটি নতুন পোল চালু করে?

উত্তরঃ ভারতপোল

২৬। বিশ্বের প্রথম ও বৃহত্তম কৃত্রিম উপগ্রহনির্ভর নক্ষত্র মন্ডলের নাম কী?

উত্তরঃ স্টারলিংক

২৭। বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কী?

উত্তরঃ গ্রিনল্যান্ড

২৮। মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে গভীরতম জলপথ কোনটি?

উত্তরঃ কোরিন্থ খাল(গ্রিস)

২৯। ISRO কী?

উত্তরঃ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা

৩০। HMPV ভাইরাসের পূর্ণ রুপ কী?

উত্তরঃ Human metapneumovirus

৩১। বর্তমানে বাংলাদেশ সহ তিনটি দেশের সরকারি ভাষার নাম কী?

উত্তরঃ বাংলা

৩২। ফিলিস্তিনের জাতীয় কবির নাম কী?

উত্তরঃ মাহমুদ দারবিশ

৩৩। বিশ্বের সবচাইতে শক্তিশালী টেলিস্কোপের নাম কী?

উত্তরঃ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

৩৪। তামিম ইকবাল কত তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন?

উত্তরঃ ১০ জানুয়ারি ২০২৫

৩৫। উইজডেনের বর্ষসেরা ওয়ান ডে একাদশে জায়গা পাওয়া একমাত্র বাংলাদেশি পেসার কে?

উত্তরঃ তাসকিন আহমেদ

৩৬। NAM এর ২০ তম সম্মেলনে কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ উজবেকিস্তান (২০২৭ সাল)

৩৭। দেশের সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি?

উত্তরঃ ২টি

৩৮। হামাস শব্দের অর্থ কী?

উত্তরঃ উদ্যম

৩৯। কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত দক্ষতায় বিশ্বে প্রথম কোন দেশ?

উত্তরঃ চীন

৪০। ৫ জানুয়ারি ২০২৫ কোন রেল সেতুতে পূর্ণগতিতে পরীক্ষামূলক ট্রেন চালু হয়?

উত্তরঃ যমুনা সেতু

৪১। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্রমেলার নাম কী?

উত্তরঃ Heimtextil

৪২। বুকার বিজয়ী কিরান দেশাই এর নতুন উপন্যাসের নাম কী?

উত্তরঃ The loneliness of Sonia and Sunny

৪৩। A time to dream and a time of despair বইটি কার লেখা?

উত্তরঃ মনজুরুল হক

৪৪। দেশে প্রথম বারের মতো ব্যাট রিওভাইরাস মানবদেহে কত তারিখে?

উত্তরঃ ১০ই জানুয়ারি ২০২৫

৪৫। ইরান ও রাশিয়ার কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করে কত তারিখে?

উত্তরঃ ১৭ জানুয়ারি ২০২৫

৪৬। জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত?

উত্তরঃ চট্টগ্রাম

৪৭। AI এর পূর্ণ রুপ কী?

উত্তরঃ Artificial Intelligence

৪৮। কোন কবি তিনটি দেশের জাতীয় কবির সম্মানে ভূষিত?

উত্তরঃ ফেরদৌসি

৪৯। কোন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ডিপ স্কাই ইমেজিং টেলিস্কোপ উন্মোচন করে?

উত্তরঃ ইন ডিপেন্ডেণ্ট ইউনিভার্সিটি

৫০। উত্তরা ইপিজেড কোথায় অবস্থিত?

উত্তরঃ নীলফামারী

 

ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Visit: https://www.examserious.com

Like our facebook page and inbox (if you want ro ask any question): EXAM SERIOUS

Email us: rashed.examserious@gmail.com 

 

ফেব্রুয়ারি ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Md. Rashedul Islam

I'm an enthusiastic writer presently working as a government employee (BCS). Had my Graduate and Post Graduate Degrees from Dhaka University and gathered considerable experience in job market analyses and content writing especially both in Govt. and Private job sectors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!