
নারীর ক্ষমতায়ন রচনাটি ব্যাংক ফোকাস রাইটিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বিগত সালে ব্যাংকসহ নানা চাকুরির পরিক্ষায় নারীর ক্ষমতায়ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন এসেছে। নারীর ক্ষমতায়ন রচনাটি আশা করি ব্যাংকে চাকুরির পরিক্ষার্থীদের কাজে আসবে।
নারীর ক্ষমতায়ন
অধিক জনসংখ্যার বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলের একটি উন্নয়নশীল দেশ। বিশ্বের অষ্টম অধিক জনসংখ্যার এই দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন হার দ্রুত বাড়ছে। একইভাবে শিল্পায়নের জন্য নগরায়নও দ্রুত বেড়ে চলেছে। মানুষের চাহিদার পাশাপাশি জীবনযাত্রার মানও বেড়েছে। প্রয়োজনের তাগিদে নারীরা ঘর থেকে বের হয়েছে। বিভিন্ন কারখানা,অফিস আদালতে নারীরা একটি বিশাল অংশ নিজেদের কর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে যেখানে ২০১০ সালে কর্মজীবী নারীর সংখ্যা ছিলো ১ কোটি ৬২ লাখ, সেখানে ২০১৭ সালে এর সংখ্যা এসে দাঁড়ায় ১ কোটি ৮৬ লাখ।বাংলাদেশের সব নারীই কাজ করে খায়, কারণ তারা ভোর থেকে মধ্যরাত নাগাদ কোন না কোন কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন।
দ্য গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ১৪৪ টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৭ তম অর্থাৎ এশিয়াতে অন্যান্য দেশের তুলনায় নারীর ক্ষমতায়নের দিক থেকে অনেক এগিয়ে আছে।
যদিও এশিয়ার মধ্যে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক এগিয়ে, তথাপি উৎপাদনের ক্ষেত্রে সিদ্ধান্তের যোগান কেবল ১১.৩% নারী স্বীকৃতি পেয়ে থাকে। আইনে বলা আছে,সম্পত্তির মালিকানায় নারীর অধিকার পুরুষের অর্ধেক। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় ৪.৬ শতাংশ নারীর সম্পদ মালিকানা রয়েছে। পরিবারের পুরুষ সদস্য রাজি না হলে নারীরা সম্পদের ক্রয় বিক্রয় বা হস্তান্তর করার ক্ষমতা রাখে না। সংসারের প্রাপ্তি এবং জমার ওপর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে কেবল ৯.৫ শতাংশ নারী। ইচ্ছে হলেই যে একজন নারী পছন্দের কিছু কেনাকাটা করবে এটা খুব সংখ্যক নারীর ভাগ্যে জোটে। সিংহভাগ নারীর কেবল গৃহ ও সন্তানের স্কুলের মধ্যে চলাচল সীমাবদ্ধ থাকে।কেবল ১৬.৭ শতাংশ নারী বাইরে বেরিয়ে সর্বসাধারণের সঙ্গে কথা বলা ও মেলামেশা করতে পারেন।ভোর হতে মধ্যরাত নাগাদ কাজের মাঝে অবসরের সুযোগ পান না ৭.৯ শতাংশ নারী অথচ গৃহকর্মে নারীদের তেমন স্বীকৃতি নেই বললেই চলে।
বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে নারীর ক্ষমতায়ন ঘটে থাকে। ভৌগোলিক অবস্থান, বয়স, অর্থনৈতিক অবস্থা,মিডিয়া এক্সপোজার ইত্যাদি। নারীর ক্ষমতায়নের সাথে নারীর সুযোগ সুবিধা ওতপ্রোতভাবে জড়িত। নিজের জন্য যে নারী সুযোগ সুবিধা তৈরি করে নিতে পারেন বা ভোগ করতে পারেন তাকে আমরা ক্ষমতাবান নারী বলতে পারি।নারীর ক্ষমতায়নের জন্য ভ্রুণ থেকেই ছেলে সন্তানের পাশাপাশি মেয়ে সন্তানের ক্ষেত্রে সমান যত্নশীল হওয়া প্রয়োজন। পরিবার থেকেই নারীকে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে।এ বিষয়ে মা বাবা গুরুত্ব দিলে অবশ্যই একজন নারী সক্ষমতার ভিত্তিতে ক্ষমতার দিকে এগিয়ে যাবেন।নারীর উন্নয়ন ঘটলেই একটি জাতির উন্নয়ণ ঘটা সম্ভব।
…
ফোকাস রাইটিং এর লেখাগুলো মাঝে মাঝে আপডেট এর প্রয়োজন পড়ে, বিশেষ করে ডেটাগুলো। আপডেট এর প্রয়োজন হলে নিজে নিজে করে নিবেন।
Visit: https://www.examserious.com
Like our facebook page: Exam Serious
সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন চাকুরির বিজ্ঞপ্তি এবংনিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।