JOB CIRCULARGOVERNMENT JOB CIRCULAR

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) চাকুরি সন্ধানীদের জন্য নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছে, যা প্রশংনীয়। আমরা সাধারনত চাকুরি বিষয়ক তথ্য প্রদান করে থাকি। আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পোস্টটি নিচে দেওয়া হয়েছে।

 

চাকুরির বিবরণ

পদের নাম ও শূন্য পদ সংখ্যা

কনস্টেবল

৯১

অফিস সহায়ক

১০

শিক্ষাগত যোগ্যতা

কনস্টেবল

এসএসসি বা সমমান (নূন্যতম দ্বিতীয় বিভাগ)

অফিস সহায়ক

অষ্টম শ্রেণী

বয়স

১লা আগস্ট ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন

কনস্টেবল

গ্রেড-১৭

বেতন স্কেলঃ ৯,০০০-২১,২৩০/-

অফিস সহায়ক

গ্রেড-২০

বেতন স্কেলঃ ৮২৫০-২০,০১০/-

সার্কুলার লিংক

Click here

সার্কুলার » দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Circular-দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Page-1)

Circular-দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Page-2)

Circular-দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Page-3)

Circular-দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Page-4)

আবেদন ও ফি » দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদনের সময়

আবেদন শুরুর তারিখ

১৩ আগস্ট ২০২৫, সকাল ১০.০০ ঘটিকা।

আবেদনের শেষ তারিখ

১১ সেপ্টেম্বর ২০২৫, রাত ৫.০০ ঘটিকা।

আবেদন ফি

ক্রমিক নং ১ ও ২ নং এর জন্য ৫০ টাকা (ভ্যাটসহ ৫৬ টাকা)।

অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিংগ) প্রার্থীদের জন্য সকল পদের জন্য ৫০/- টাকা (ভ্যাটসহ ৫৬ টাকা)

আবেদন করুন – Click here

 

টেলিটক সিম দ্বারা SMS » দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে টাকা পাঠাবেন।

প্রথম SMS

ACC<Space>User ID and Send to Number 16222

উদাহরণ (Example)

ACC ABCDEF & send to 16222

জবাব (Reply)

Applicant’s Name, TK. 56/- willl be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type ACC<space>Yes<space>PIN and Send to 16222

দ্বিতীয় SMS

ACC<Space>Yes<Space>PIN and Send to Number 16222

উদাহরণ (Example)

ACC YES 12345678 send to 16222

জবাব (Reply)

Congratualtions! Applicant’s Name. payment completed Successfully for ACC application for (post name) Your User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

 

অ্যাডমিট কার্ড, পরীক্ষার তারিখ ও সময় সংক্রান্ত নোটিশ » দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

♦ অ্যাডমিট কার্ড সংগ্রহের তথ্য http://acc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং আবেদনকারীর মোবাইল নম্বরে SMS পাঠানো হবে।

♦ প্রাপ্ত SMS-এ দেওয়া User ID ও Password ব্যবহার করে আবেদনকারীরা রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ডে থাকবে রোল নম্বর, পরীক্ষার তারিখ, সময় এবং পরীক্ষার স্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য।

♦ এই অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষা ও মৌখিক (ভাইভা) পরীক্ষার জন্য ব্যবহারযোগ্য।

 

যোগাযোগ করুন

ভিজিট করুন

https://www.examserious.com

আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন

EXAM SERIOUS

ইমেইল করুন

rashed.examserious@gmail.com

 

কৃতজ্ঞতা

♦ সকল কৃতিত্ব কর্তৃপক্ষের।

♦ আমরা শুধু বিভিন্ন উৎস থেকে চাকরির তথ্য সংগ্রহ করে এখানে প্রকাশ করি। তথ্য পরিবর্তন বা সংশোধন হলে তার জন্য আমরা দায়ী নই। এটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকার।

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিস্তারিত তথ্য উপরে প্রদান করা হয়েছে। এটি চাকরি প্রত্যাশীদের জন্য একটি দারুণ সুযোগ। আপনি যদি যোগ্য ও আগ্রহী হন, তাহলে নির্ধারিত সময়ের আগেই দ্রুত আবেদন করুন। এই সুযোগ হাতছাড়া করবেন না।

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে।প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

 

Md. Rashedul Islam

I'm an enthusiastic blogger and presently working as a Govt. service holder. I did my Graduation in English from Dhaka University. I have considerable experience about job market analysis and content writing, especially both in Govt. and Private job sectors.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *