GENERAL KNOWLEDGE

এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান। এই তথ্যগুলো চাকুরীর পরীক্ষার্থীদের কাজে লাগবে। আমরা সাধারনত চাকুরি-বিষয়ক তথ্য প্রদান করে থাকি। আমাদের প্রচেষ্টার একমাত্র লক্ষ্য হলো চাকুরি সন্ধানীদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা।এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান এর ৫০টি এখানে দেওয়া হয়েছে।এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান পোস্টটি চাকুরীর পরীক্ষার্থীদের জন্য খুব গুরত্বপূর্ণ। আশা করি, এপ্রিল  ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান পোস্টটির দ্বারা চাকুরীর পরীক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশ উপকার হবে।

এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 

এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

১। বঙ্গবন্ধু স্যাটেলাইট – ১ এর বর্তমান নাম কী?

উত্তরঃ বাংলাদেশ স্যাটেলাইট – ১

২। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কোন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করে সরকার?

উত্তরঃ যায়যায়দিন

৩। সৌদি সরকার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স কত নির্ধারণ করেছে?

উত্তরঃ ১৫ বছর

৪। বাংলাদেশে ও গাম্বিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি হয় স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ১০ মার্চ ২০২৫

৫। জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস কত বারের মতো বাংলাদেশ সফরে আসেন?

উত্তরঃ দ্বিতীয় বারের মতো

৬। ১৩ মার্চ ২০২৫ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন?

উত্তরঃ সিরিয়া

৭। ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কয়টি?

উত্তরঃ ১১টি

৮। আন্তর্জাতিক বিচার আদালতের(IJC) এর নতুন প্রেসিডেন্ট কে?

উত্তরঃ ইউজি ইউয়াসাওয়া

৯। ২০ তম G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ দক্ষিণ আফ্রিকা

১০। বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ শাদ

১১। ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কত জন?

উত্তরঃ ৭ জন

১২। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে?

উত্তরঃ ৬৫টি

১৩। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে?

উত্তরঃ জাতীয় নাগরিক পার্টি (NCP)

১৪। রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম?

উত্তরঃ আফগানিস্তান

১৫। সম্প্রতি কোথায় কোরআন জাদুঘর উদ্বোধন করা হয়? 

উত্তরঃ সৌদি আরবের মক্কায়

১৬। ২০২৫ সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি?

উত্তরঃ বারকিনা ফাসো

১৭। ২০২৫ সালে কোন তথ্য চিত্রটি অস্কার লাভ করে?

উত্তরঃ নো আদার ল্যান্ড

১৮। বাংলাদেশে চর্তুথ নারী আন্তর্জাতিক মাস্টার কে?

উত্তরঃ ওয়াদিফা আহমেদ

১৯। কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব কে?

উত্তরঃ শার্লি আয়োরকর বোচওয়ে

২০। রেইনকোট গল্পটি কে লিখেছেন?

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

২১। ৯৭তম অস্কারজয়ী চলচ্চিত্রের নাম কী?

উত্তরঃ আনোরা

২১। অদম্য নারী পুরষ্কার ২০২৫ এ বিশেষ সম্মাননা পান কে ?

উত্তরঃ বাংলাদেশ নারী ক্রিকেট দল

২২। জাতীয় বীমা দিবস কবে?

উত্তরঃ ১ মার্চ

২৩। বর্তমানে বিশ্বের প্রায় কতটি দেশে স্টারলিংক সেবা দিচ্ছে?

উত্তরঃ ১০০

২৪। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১

২৫। মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭৫

২৬। বিশ্বে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিক এর নাম কী?

উত্তরঃ নায়েল বারগুতি

২৭। ফোর্ট উইলিয়াম দুর্গের নতুন নাম কী?

উত্তরঃ বিজয় দুর্গ

২৮। প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের এর নাম কী?

উত্তরঃ রেইমেই (Reimei)

২৯। গোলান মরুভূমি কোন দেশে অবস্থিত?

উত্তরঃ সিরিয়া

৩০। ফুটবল খেলার জন্ম কোথায়? 

উত্তরঃ চীন

৩১। জীবন জালের এপার-ওপার বইটি কে লিখেছেন?

উত্তরঃ জোবেরা রহমান লিনু

৩২। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দেশ কোনটি?

উত্তরঃ ভারত 

৩৩। ওপেকের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ সুইজারল্যান্ডের জেনেভা

৩৪। কোবট কী?

উত্তরঃ এক ধরণের রোবট

৩৫। তারামন বিবি কত নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন?

উত্তরঃ ১১

৩৬। জুলাই বিপ্লবের প্রথম শহিদ কে?

উত্তরঃ আবু সাঈদ

৩৭। থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তরঃ ড. মুহাম্মদ ইউনূস

৩৮। Gen – Z এর জন্ম সময় কাল কত?

উত্তরঃ ১৯৯৭-১৯১২

৩৯। বর্তমানে বাংলাদেশে প্রথম নির্বাচন কমিশনার কে?

উত্তরঃ এ এম এমন নাসির উদ্দীন

৪০। এলিফ্যান্ট ডিপ্লোম্যাসি কোন দেশের সাথে সম্পর্কিত?

উত্তরঃ মিয়ানমার

৪১। বাংলা সনের প্রবর্তক কে?

উত্তরঃ সম্রাট আকবর

৪২। সম্প্রতি চীনে সন্ধান পাওয়া নতুন করোনা ভাইরাসের নাম কী?

উত্তরঃ HKU5-COV-2

৪৩। পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রে নাম কী?

উত্তরঃ সিয়াচেন হিমবাহ (কাশ্মীর)

৪৪। সাত বছর পর বাংলাদেশ ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয় কবে?

উত্তরঃ ৭ মার্চ ২০২৫

৪৫। বৈশ্বিক গনতান্ত্রিক সূচক ২০২৫ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? 

উত্তরঃ নরওয়ে

৪৬। বৈশ্বিক অস্ত্র আমদানি – রপ্তানি ২০২৫ অনুযায়ী বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানি কারক দেশ কোনটি? 

উত্তরঃ ইউক্রেন

৪৭। জাতিসংঘ হাউজ ঢাকার কোথায় উদ্বোধন করা হয়?

উত্তরঃ গুলশান

৪৮। মানবাধিকার পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষনা দেয় কোন দেশ?

উত্তরঃ নিকারাগুয়া

৪৯। গোল্ড কার্ড নামে নাগরিকত্ব বিক্রির ঘোষনা দেন কোন প্রেসিডেন্ট

উত্তরঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

৫০। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা?

উত্তরঃ রাশিয়া

 

এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

Visit: https://www.examserious.com

Like our facebook page and inbox (if you want to ask any question): EXAM SERIOUS

Email us: rashed.examserious@gmail.com

 

 

এপ্রিল ২০২৫ এর গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

সাধারণত, আমরা আমাদের ওয়েবসাইটে সরকারি, বেসরকারি, এনজিও ও ব্যাংকিং সেক্টরের বিভিন্ন  চাকুরির বিজ্ঞপ্তি এবং নিয়োগের পরীক্ষার ফলাফল পোস্ট করে থাকি। পাশাপাশি আমরা চাকুরির পরিক্ষার প্রশ্নের সমাধান এবং অনান্য তথ্য পোস্ট করে থাকি। আমাদের লক্ষ্য চাকুরি সন্ধানীদের চাকুরি পেতে সাহায্য করা। আমরা বিশ্বাস করি, মুল্যবান তথ্য চাকুরি পেতে সহায়তা করে। আমাদের ওয়েবসাইটে পোস্টকৃত চাকুরির বিজ্ঞপ্তিগুলো চাকুরিজীবি ও বেকার উভয়দেরকে সাহায্য করবে। প্রতিদিনের আপডেটের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।

Md. Rashedul Islam

I'm an enthusiastic writer presently working as a government employee (BCS). Had my Graduate and Post Graduate Degrees from Dhaka University and gathered considerable experience in job market analyses and content writing especially both in Govt. and Private job sectors.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!